দিন দুয়েক আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এ খবর অজানা নয় বাংলাদেশ দলের। নিউজিল্যান্ড যখন অজিদের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে মেতেছে, তখন কিউইদের বিপক্ষে মাঠে নামার প্রহর গুনছে টাইগাররা। স্বাগতিকরা অস্ট্রেলিয়াকে পরাজিত করলেও তাদের বর্তমান ফর্ম নিয়ে চিন্তিত নন বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। নিজেদের শক্তির দিকেই নজর দিচ্ছেন তিনি।
সোমবার নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ বলেন, ‘হয়তোবা নিউজিল্যান্ড টিম এখন খুব ভালো ফর্মে আছে। তারা টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এ জিনিসগুলো মাথায় না এনে আমরা আমাদের শক্তি এবং দুর্বলতার দিকে যদি ফোকাস করতে পারি তাহলে আমাদের খেলার জন্যও ভালো হবে। আমি মনে করি আমাদের এগ্রেসিভ ক্রিকেট খেলার মনমানসিকতা থাকলে ইনশাআল্লাহ্ আমরা ভালো করব।’
নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের দুশ্চিন্তার নাম সেখানকার উইকেট। নিউজিল্যান্ডের উইকেট যেমন বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং, তেমন বোলারদেরও বেগ পেতে হয় সঠিক লেংথে খুঁজে পেতে। রিয়াদের মতে এই জিনিসগুলো আয়ত্তে আনতে পারলে কিউইদের বিপক্ষে ভালো করা সম্ভব।
সেই ভিডিও বার্তায় রিয়াদ জানান, ‘ব্যক্তিগতভাবে আমি যত তাড়াতাড়ি সম্ভব উইকেটটা বোঝার চেষ্টা করি। উইকেটের বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। কারণ এসব উইকেটে বাউন্সটা বরাবরই থাকে। উইকেটে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তা এডজাস্ট করা খুবই ইম্পরট্যান্ট। সবসময় এটাই চেষ্টা করি এবং বাজে বলের অপেক্ষা করি। আমার কাছে মনে হয়, বেসিক ক্রিকেটটা গুরুত্বপূর্ণ। বেসিক কাজগুলো যদি ঠিকমতো করতে পারি, তাহলে রেজাল্ট ভালো হবে।’
রিয়াদ আরও যোগ করেন, ‘বোলারদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং আমার মতে। ওদের এক্সিকিউশন লেভেলটা কোন জায়গায় আছে ওটা নিশ্চিত করা এবং তাদের মানসিকতা কেমন তা নিশ্চিত করা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখানে লেংথের বিষয়টা খুবই জরুরি। লেংথ একটু বেখেয়াল হলেই বাউন্ডারি সুযোগ বেড়ে যায়। তো এ জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা সহজ বাউন্ডারি অপশন না দেই এবং প্রোপার লাইন-লেংথ প্রয়োগ করতে পারি ওটা ফোকাস রাখতে হবে।’ ঢাকা পোস্ট