পানীয়

তন্ময় আলমগীর
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৭ , ০৮:৫৭ পিএম
পানীয়

ডাবের পানি মিষ্টি জানি
পুষ্টি অনেক আছে,
বেলের শরবত খেলে পেট
অসুখ থেকে বাঁচে।

এই গরমে আনারসের
মেলা উপকার,
জামে আছে অতিরিক্ত
পুষ্টি দু’প্রকার।

পানির অভাব করতে পূরণ
তরমুজে নেই বিরাম,
কলার আশি ভাগই পানি
খেতেও সে রকম।

বোতলজাত নকল পানি
বিকল করে পেট,
সব ফলই সুস্বাদু তার
নেই কোনো ফ্যাট।