ভালোবাসা নিও
স্নেহ আদর প্রীতি নিও
মাঝে মধ্যে খবর নিও।
প্রেম নিও, পিরিতি নিও
গাঁটে কয়টা কড়ি নিও
সাহস নিও, শক্তি নিও
পীর-ফকিরের দোয়া নিও
আশা নিও, ভাষা নিও
আমাকে সাথে নিও।
চোখের কথা বুঝে নিও
বকুলের ঘ্রাণ নিও
বন্ধুর খবর নিও।
প্রজাপতি, ফড়িং আর
মিছিলের পিছু নিও।