বাবা তোমার জন্য আমার
আকাশ ভরা তারা,
বাবা তোমার জন্য আমার
মন আত্মহারা।
বাবা তোমার জন্য আমার
মন খারাপের কারণ,
উল্টো পথে চলতে গেলে
করতে শুধু বারণ।
বাবা তোমার কাছে আমার
অনেক বেশি ঋণ,
বাবা তুমি থাকলে পাশে
যায় কেটে দিন।
বাবা তুমি সত্য আলো
পবিত্র এক নাম,
বাবা বাবা শব্দ দুটির
অনেক বেশি দাম।
বাবা তোমার জন্য আমার
এই পৃথিবীর সুখ,
বাবা তুমি আমার কাছে
আদর্শ এক মুখ।