বাংলা আমার সত্য সাহস
বাংলা আমার ড্রয়িং খাতা
সত্য আঁকার সাহস
বাংলা আমার রং পেন্সিল
হাজার কোটি রস।
বাংলা আমার খুব সকালে
পড়ার টেবিল বই
বাংলা আমার গ্রামবাংলা
বিন্নি ধানের খই।
বাংলা আমার স্বপ্ন দেখার
আলোক বাতিঘর
বাংলা আমার মায়ের গাওয়া
আউল বাউল স্বর।
বাংলা আমার পথের দিশা
একটি অমর নাম
বাংলা আমার প্রিয় ভূমি
একশ’ কোটি দাম।
টুনটুনিটা
টুনটুনিটা টুনটুনিয়ে
গান গেয়ে যায় গুনগুনিয়ে;
গুনগুনিয়ে
গুনগুনিয়ে...
এ-ডাল থেকে ও-ডালে যায়
লম্ফ দিয়ে জম্ফ দিয়ে;
লম্ফ দিয়ে
জম্ফ দিয়ে...
ধরতে গেলে ফুড়ুৎ করে
উড়াল মারে আকাশ পাড়ে
যায় না ধরা ভুলেও তারে;
ভুলেও তারে
ভুলেও তারে...
ভালোই লাগে এই পাখিটা
তার গাওয়া সে গান
ডালে বসে টুনটুনিয়ে
ভরায় সবার প্রাণ;
ভরায় সবার প্রাণ
ভরায় সবার প্রাণ...