মায়ের কথা
লিখতে পারি ভাষার কথা
মায়ের কথায় হাসি,
বলতে পারি পরান খুলে
দেশকে ভালোবাসি।
লিখতে পারি দশের কথা
সবুজ শ্যামল মাঠ,
লিখতে পারি বীরের কথা
নতুন নতুন পাঠ।
চাঁদ ওঠে
চাঁদ উঠেছে আকাশে,
দেখো একটু বাঁকা সে।
চাঁদ মামা কারো ভাই,
আলো ছুঁতে মানা নাই।
রুপোর রঙে চাঁদ যে,
নৌকার মতো বাঁকা সে।
মেঘের ভেতর আলো,
দেখতে লাগে কালো।
দুষ্টুমি লুকোচুরিতে
অতি চালাক পাকা সে।