ডিজনির জাদুর জগত

রেজিনা আখতার
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৭ , ১১:৫২ এএম
ডিজনির জাদুর জগত

সেই কবেকার কথা
কিন্তু এখনো যেন মনে গেঁথে আছে,
দুষ্ট রানী তার যাদুর আয়নাকে বলছে
“আয়না আয়না দেয়ালের আয়না
কে সেরা সুন্দরী বলনা বলনা ।”
আয়না উত্তর দিল
“ঠোঁট তার রক্তের মত লাল
রাতের মত কালো তার চুল
যার দেহের রং তুষারের মত
তুমি নওতো তার মত
আর সেই হলো সেরা সুন্দরী
তুষার কন্যা তুষার কন্যা।”