গায়ে শীতের পোশাক। ফুল হাতা শার্টের ওপর সুয়েটার। গলায় দুইটা জুতা ঝুলানো। সঙ্গে সেল্যুটের ভঙ্গি। এভাবেই হাজির হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।
সালমান খান অভিনীত পরবর্তী সিনেমা `টিউবলাইট`-এ সালমানের লুক প্রকাশ করেছে সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা। যেখানে একজোড়া বুট জুতা গলায় ঝুলানো অবস্থায় দেখা যাচ্ছে সালমানকে।
সর্বশেষ দুইটি সিনেমার সফলতার পর আবারও একসঙ্গে আসছেন সালমান খান ও নির্মাতা কবির খান। আসছে ঈদে মুক্তি পাবে এই জুটির নতুন ছবি `টিউবলাইট`।
ভারত-চীনের মধ্যকার একটি যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে এই সিনেমার গল্প। ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন চীনা অভিনেত্রী জু জু।
গলায় জুতা ঝুলিয়ে উপস্থিত সালমান!
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৭ , ১১:৩৩ এএম
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৭ , ১১:৩৩ এএম
