অভিনয়ে ফিরছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৭ , ১১:৩০ এএম
অভিনয়ে ফিরছেন অপু বিশ্বাস

আবারো ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন আলোচিত নায়িকা অপু বিশ্বাস। মাস দশেক আগে বেশ কিছু সিনেমার শুটিং অসম্পূর্ণ রেখেই নিরুদ্দেশ হয়েছিলেন এ নায়িকা। বিপাকে পড়েছিলেন সেসব সিনেমার নির্মাতা ও প্রযোজকরা। পরে অবশ্য অপু বলেছিলেন, ফিরেই সব সিনেমার শুটিং শেষ করবেন। তাই এখন চলছে ক্যামেরার সামনে ফেরার প্রস্তুতি।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, `প্রথমত অসম্পূর্ণ ছবিগুলো শেষ করব। কিছুটা ওয়েট বেড়েছে, কমাচ্ছি। শুটিংয়ে ফেরার প্রস্তুতি চলছে পুরোদমে। আমি কখনই চাইনি কেউ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হোক। শেষ না হওয়া সিনেমাগুলোর শুটিং শেষ করব, নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হবো।`

২০১৬ সালের শুরুর দিকে `পাঙ্কু জামাই`, `মা` ও `রাজনীতি`র শুটিং করেছিলেন অপু। এর মধ্যে `রাজনীতি`র শুটিং শেষ করেছিলেন। `মা` কেবল শুরু করেছিলেন আর `পাঙ্কু জামাই`-এর শুটিং শেষের দিকে।

এ প্রসঙ্গে `পাঙ্কু জামাই` ছবির নির্মাতা আব্দুল মান্নান বলেন, `একটা গান ও অল্প কিছু দৃশ্য বাকি আছে। শাকিব-অপুর শিডিউল পেলেই সিনেমার শুটিংশেষ করে ফেলব। খুব বেশি হলে আর ৩ থেকে ৪দিন শুটিং করলেই ক্যামেরা ক্লোজ করতে পারব। এ বিষয়ে তাদের সঙ্গে কথা হচ্ছে। আশা করছি শিডিউল মিলবে শিগগিরই।`

উল্লেখ্য, ১০ এপ্রিল সন্তানসহ মিডিয়ার সামনে হাজির হন অপু বিশ্বাস। জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়। সন্তান আব্রাম খান জয়ের জন্ম হয় ২০১৬ সালের সেপ্টেম্বরে। এরপর পরস্পরবিরোধী কথা বললেও এক পর্যায়ে অপুর সঙ্গে সমঝোতায় আসেন শাকিব।