আবারো বিজ্ঞাপনে মিম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৭ , ১১:২৪ এএম
আবারো বিজ্ঞাপনে মিম

বিদ্যা সিনহা সাহা মীম। শোবিজে পরিচিতি মডেল হিসেবে। ব্যস্ততা চলচ্চিত্র নিয়ে।

এর বাইরে মডেলিংয়েও সরব রয়েছেন মীম। ব্যাগের একটি বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছেন তিনি।

মীম বলেন, ‘একটি ব্যাগ কোম্পানির পণ্যের মডেল হিসেবে কাজ করতে যাচ্ছি। দুইদিন আগে চুক্তিবদ্ধ হলাম। নতুন এ বিজ্ঞাপনটির নির্দেশনা দিবেন আরিয়ান শাহরিয়ার। ২৪ এপ্রিল শুটিং শুরু হবে। আশাকরি ভালো একটি কাজ হবে।’

মীম এখন ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির কাজ করছেন। পাষাণ ও দাগ নামে দুটি ছবির কাজও শেষ করেছেন তিনি।