টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের ছেলে ইজানকে সারাজীবনের জন্য নিজের কাছে রেখে দিতে চান বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া।
সম্প্রতি ইজানকে নিয়ে টুইটারে একটি ছবি পোস্ট করেছেন সানিয়া মির্জার প্রিয় বান্ধবী পরিনীতি চোপড়া।
তিনি ওই ছবির ক্যাপশনে লেখেন, আমি খালা হয়ে গিয়েছি। এতোটাই মিষ্টি ইজান। সানিয়া মির্জা আমি কি এই শিশুকে নিজের কাছে সারাজীবনের জন্য রেখে দিতে পারি...।
ওই পোস্টের জবাবে সানিয়া লিখেছেন, আমাদেরও সেই এক কথাই মনে হচ্ছে।
পাঁচ মাস বয়সেই স্যোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইজান। সম্প্রতি ইজানকে দেখতে গিয়েছিলেন সানিয়ার বান্ধবী পরিনীতি চোপড়া।