অন্ধকার গলি থেকে মঞ্চে উঠে এসেছি: মিঠুন


প্রকাশিত: ০৭ মার্চ ২০২১ , ০৬:১৪ পিএম
অন্ধকার গলি থেকে মঞ্চে উঠে এসেছি: মিঠুন

টলিউড তারকারা এখন দুই ভাগে বিভক্ত। কারও হাতে উঠেছে বিজেপির পতাকা, কারো মুখে তৃণমূলের স্লোগান। শুটিং ফ্লোর ছেড়ে সবাই এখন রাজনীতির মাঠে ব্যস্ত।

কয়েকদিন ধরে আলোচনা চলছিল বিজেপিতে নাম লেখাচ্ছেন মিঠুন চক্রবর্তী। অবশেষে সেই জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশেই দলটিতে যোগ দিলেন বাঙালির এই `আইকন`। মোদি আসার আগেই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন তিনি।

মঞ্চে উঠেই জোরাল বক্তব্য দেন মিঠুন চক্রবর্তী। বলেন, ‘জোড়াবাগানে একটা অন্ধকার গলিতে থাকতাম। সেদিন স্বপ্ন দেখেছিলাম, জীবনে কিছু একটা করব। কিন্তু কল্পনা করিনি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের বড় নেতা মোদিজি এই মঞ্চে আসবেন, আর আমি সেখানে থাকব। অন্ধকার গলি থেকে মঞ্চে উঠে এসেছি। এটা স্বপ্ন নয় তো কী!’

গেরুয়া শিবিরের মঞ্চে মিঠুন আরও যোগ করেন, ‘আরেকটা স্বপ্ন দেখেছিলাম, তখন বয়স ১৮। গরিবদের জন্য কিছু করব। আজ মনে হচ্ছে সেই স্বপ্নটা দেখতে পাচ্ছি। স্বপ্ন শুধু তো দেখার জন্য নয়, সফল হওয়ার জন্য। স্বপ্ন সফল করার উদাহরণ আমি। আমি গর্বিত বাঙালি।’

মঞ্চে মিঠুন চক্রবর্তীর সিনেমার ডায়লগ শোনার আবদার করে উৎসাহী জনতা। তখনই নিজের জনপ্রিয় ডায়লগ ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’ রীতিমতো ঝড় তোলে ব্রিগেডের মাঠে। পরে মিঠুন বলেন, ‘এই ডায়লগটা চলবে। আরেকটা নতুন ডায়লগ দিচ্ছি, আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই, আমি কোবরা, আমি জাত গোখড়ো, এক ছোবলেই ছবি। আমি সবসময় আপনাদের সঙ্গে থাকব।’ ঢাকা পোস্ট